“বদলাও হবে, বদলও হবে”। ক্ষমতায় না থেকেই এবার সরাসরি রাজ্যের শাসক দলকে স্বভাবসিদ্ধি মেজাজে হুমকি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ২১-এর নির্বাচনের আগে ফের একবার বিজেপি রাজ্য সভাপতি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার বার্তা দিলেন।
২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালা বদলের আগে পরিবর্তনের বার্তা দিয়ে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “বদলা নয়, বদল চাই” স্লোগান তুলে ছিলেন। দীর্ঘ ৩৪ বছর পর বাংলায় রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল।
কিন্তু দিলীপ ঘোষ সেই পথে না হেঁটে সরাসরি বদলার হুমকি দিচ্ছেন। শাসক দলের প্রতি বিজেপি রাজ্য সভাপতির সরাসরি হুঁশিয়ারি, “মেদিনীপুরে আমাদের কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা এর বদলা চাই, আর বাংলায় রাজনৈতিক বদল তো হবেই।”
দিলীপ ঘোষের সেই হুমকির জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, বামেদের সরিয়ে রাজ্যে পরিবর্তনের আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বার্তা দিয়ে ছিলেন, বদলা নয় বদল চাই। আর এই বদল বা পরিবর্তনের পথ একদম সুষ্ঠুভাবে হবে। অর্থাৎ, যেখানে থাকবে ঐক্য ও সম্প্রীতি। আর তার প্রমাণ এই বাংলার মানুষ দেখছেন। রাজ্যের শহর, শহরতলী থেকে প্রত্যন্ত গ্রামের সমস্ত জায়গায় রাস্তাঘাট অতি সুন্দর হয়েছে। ৯০ শতাংশ জায়গায় চলে এসেছে বিদ্যুৎ। এই পরিবর্তন সুষ্ঠুভাবে হয়েছে তার প্রমাণ দেয় কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথীর মতো জনদরদী প্রকল্প। এখন যাঁরা দাবি করছেন, বদলা চান, পরিবর্তন চান। তাঁরা বাংলার সংস্কৃতিকে কতটা জানেন? প্রশ্ন তোলেন ফিরহাদ।
তিনি আরও জানিয়েছেন, যে বাংলায় আমাদের সবার আদর্শ রামকৃষ্ণদেব ,স্বামী বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু , সেখানে কখনও বদলার কথা আসতে পারে না। কোনও হিংসা কখনও বাংলার কথা বলে না। এই বাংলা সুন্দর এবং সতেজ। আর যাঁরা এখানে বদলা চাইছেন ,পরিবর্তন চাইছেন তাদেরকে “টেররিস্ট” তকমা দিয়েছেন ফিরহাদ হাকিম ।






























































































































