করোনা রোগীর মরদেহ “ছিনতাই”! তারপর যা হলো

0
1

এক করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ “ছিনতাই”-কে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। অভিযোগ, ওই মৃতের পরিবারের লোক মৃতদেহ দিল্লি থেকে মোরাদাবাদ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরিবারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ১ জুন করোনা আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক বাসিন্দা। গত বুধবার তাঁর মৃত্যু হয়। তাঁকে সমাধিস্থ করার জন্য অ্যাম্বুলেন্স দেহ নিয়ে দিল্লির এক কবরস্থানের উদ্দেশে রওনা দেয়। কিন্তু মাঝপথে সেটি জোর করে থামিয়ে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো অপর একটি অ্যাম্বুলেন্সে দেহ তুলে নেন।

জানা যায়, মৃতের পরিবারের লোকেরাই এমন ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি জানতে পেরে করোলবাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জেলা পুলিসের সঙ্গে যোগাযোগ অ্যাম্বুলেন্সটি আটকানোর নির্দেশ দেন। পরে দেহ ফিরিয়ে আনে পুলিশ। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।