মধ্যপ্রদেশে কোভিড আক্রান্ত কংগ্রেস বিধায়ক পিপিই পরে ভোট দিলেন

0
1

প্রতিটা ভোটই অতি মূল্যবান। একটি ভোটের এদিক ওদিকে বদলে যেতে পারে ফল। তাই শুক্রবার রাজ্যসভা ভোটে দেখা গেল কোভিড আক্রান্ত বিধায়কও সুরক্ষাবর্ম বা পিপিই পরে ভোট দিয়ে গেলেন। মধ্যপ্রদেশ বিধানসভাতেই দেখা গিয়েছে এই ছবি। বিধানসভার ২০৬ জন বিধায়কই ভোটাধিকার প্রয়োগ করেছেন। সবশেষে আসেন করোনা আক্রান্ত এক কংগ্রেস বিধায়ক। পিপিই পরে ঢোকেন বিধানসভায় এবং নিজের ভোটটি দেন। এরপর গোটা বিধানসভা ভবন স্যানিটাইজ করা হয়।