রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩০৯০, মৃত্যু ৫২৯

0
1

গত কয়েকদিনের তুলনায় সামান্য কিছু কম হলেও বাংলায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫৫ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩,০৯০। এই ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১১ জন করোনা রোগীর। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২৯। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এমনই তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫,২৫৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০২ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৩০৩।