কোনও রকম সর্দি, কাশি, জ্বর হলে শিবিরে আসা বারণ। আবার ডেরায় থাকাকালীন যদি কারোর এই উপসর্গ দেখা দেয় তাহলে তাকে তখনই ডেরা ছাড়তে হবে। করোনা রুখতে এবার সদস্যদের এমনিই নির্দেশ দিলেন মাওবাদী নেতারা।
সংগঠনে যাতে কোনওভাবেই মারণ ভাইরাস প্রভাব বাড়াতে না পারে তার জন্য চূড়ান্ত সতর্কতা নিচ্ছেন মাওবাদী নেতারা।
ইতিমধ্যেই ছত্তীসগড়ের বস্তারে মাওবাদী শিবির ছেড়ে যেতে হয়েছে বেশ কয়েকজনকে। রাজ্য পুলিশের দাবি, মাওবাদীদের বিভিন্ন শিবিরেই এখন চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে।
কারও শরীরে করোনার উপসর্গ থাকলেই তাঁকে শিবির ছাড়তে বলছেন কমান্ডাররা। ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনে মাওবাদী দলের সদস্যদের শিবির ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি রাজ্য পুলিশের।
সম্প্রতি এক মহিলা মাওবাদী সদস্য শিবির ছেড়ে ছত্তীসগড়ের বীজাপুর জেলার গ্রামে ফিরেছেন। কারণ ওই মহিলার করোনার উপসর্গ দেখা দিয়েছে।
সংগঠনের সদস্যরাই ওই মহিলাকে শিবির ছেড়ে যেতে বলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোডাকপল থানা এলাকার পেডাকবলি গ্রামের কাছে জঙ্গল থেকে সুমিত্রা চেপা নামে ওই মাওবাদী সদস্যকে আটক করে পুলিশ।
ইতিমধ্যেই সুমিত্রা চেপা নামে ওই মাওবাদী নেত্রীর করোনা পরীক্ষা করানোর ব্যবস্থা করেছে পুলিশ।






























































































































