চিনা আগ্রাসনের বিরুদ্ধে বউবাজারে বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের

0
1

বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে চিনের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশ করা হয়। লাদাখ সীমান্তে যে সকল বীর ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং চিনের আগ্রাসী মনোভাবকে প্রতিহত করতে আজ, শুক্রবার প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।

বিক্ষোভ চিনের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা ফাঁসিতে ঝোলানো হয়। এর পাশাপাশি প্রশ্ন তোলা হয়, যেভাবে চিন ভারতের ওপর আঘাত আনছে এবং ভারতীয় জওয়ানরা শহিদ হচ্ছেন, তার বিরুদ্ধে ভারত সরকার এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নিচ্ছে না? অবিলম্বে চিনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত বলে তাঁরা দাবি জানিয়েছেন।

সেই সঙ্গে তারা আজ বিক্ষোভ থেকে আরও আবেদন ওঠে, সমস্ত ভারতবাসীর কাছে অবিলম্বে চাইনিজ দ্রব্য বর্জন করতে হবে এবং স্বদেশী জিনিস ব্যবহার করতে হবে। চিনের এই আগ্রাসী মনোভাবকে অবিলম্বে প্রতিহত করতে না পারলে আগামীদিনে আরও সংকটময় অবস্থা আসতে চলেছে বলে তারা মনে করছেন তাঁরা।