সীমান্তে উত্তেজনার আঁচ বাড়ছে। লাদাখ সীমান্তে পাঠানো হলো প্রচুর যুদ্ধবিমান। লে ও শ্রীনগরে বিমানঘাঁটি পরিদর্শন করলেন বায়ুসেনা প্রধান এস ভাদোরিয়া। আর একদিকে তৈরি রাখা হয়েছে বোফর্স কামান। যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ বায়ু সেনাকে। প্রস্তুত রাখা হচ্ছে মিরাজ-২০০০ ও সুখোই-৩০কে। স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে গালওয়ান নদীর পথ পরিবর্তনের জন্য বোল্ডার ফেলা শুরু হয়েছে। পাল্টা প্রস্তুতি নিচ্ছে ভারত। আকাশে দুপুর থেকে চক্কর দিচ্ছে ফাইটার বিমান। চিনকে চাপে রাখার সবধরণের পরিকল্পনা চলছে। লক্ষণীয় ভারতীয় সেনাবাহিনীর বিধ্বংসী চিনুক হেলিকপ্টার এল সি বরাবর দেখা গিয়েছে এই হেলিকপ্টার যুদ্ধের সময় সাধারণভাবে ব্যবহার করা হয়ে থাকে। লাদাখের আকাশসীমায় বিশেষ নজরদারিতে রয়েছে পি এইট আই বিমান। অত্যাধুনিক বিমান আকাশ থেকে সমুদ্রের নীচে ডুবোজাহাজ খুঁজতে সক্ষম। ডোকলামের সময় এই বিমান ব্যবহার করা হয়েছিল।
Home গুরুত্বপূর্ণ সীমান্তে ভারতের বিধ্বংসী চিনুক হেলিকপ্টার, গালওয়ান নদীর গতিপথ পাল্টাতে বোল্ডার চিনের
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.