সুশান্তর মত ছেলের সঙ্গে নোংরামি করা শাহরুখ খান ব্র্যান্ড অ্যাম্বাসাডর না লজ্জা?

0
2

পুরস্কার অনুষ্ঠানে সুশান্ত সিং রাজপুতকে মঞ্চে ডেকে রসিকতার আড়ালে যে কুৎসিত অপমান করেছিলেন শাহরুখ খান, সেই ভিডিও এখন ভাইরাল। কথা উঠেছে এমন কুৎসিত মনের একজনকে কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর রাখা হবে? তাকে অবিলম্বে সরানো হোক। আর চুক্তির মেয়াদ ইতিমধ্যেই ফুরোলে মানুষকে বুঝিয়ে দেওয়া হোক ওর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।

মঞ্চে ডেকে শাহিদ কাপুরকে সঙ্গে নিয়ে সুশান্তকে জঘন্য অপমান করেছেন শাহরুখ। যখন কথা এসেছে সুশান্ত অভিনয়ের পাশাপাশি নাচতেও পারেন, শাহরুখ নিজে বলেছেন,” ওর বাড়ির দুচারজন লোক এটা বলে।” স্পষ্টতই রসিকতার আড়ালে সমানে সুশান্তকে অপমানজনক অস্বস্তিতে ফেলেছেন শাহরুখরা। এখন তীব্র চর্চা হচ্ছে, একজন তরুণ প্রতিভাকে এইভাবে ছোট করা নোংরা মানসিকতার কাউকে কেন বাংলা ব্র্যান্ড অ্যাম্বাস্যাডারের সম্মান দেবে? এনিয়ে দাবি জোরদার হচ্ছে। করোনা, লকডাউন, আম্ফানে শাহরুখকে বাংলা পাশে পায়নি। এখন সুশান্তের মৃত্যুর পর জনমত বিগড়েছে দেখে তিনি এখন দরদ দেখাতে আসছেন বলে অনুমান।