চুরি করে আবার টাকা ফিরিয়ে দিল চোর। শুধু তাই নয়, যাওয়ার আগে তরুণের সঙ্গে হাত মেলাল। পিঠ চাপড়ে জড়িয়ে ধরে আদরও করল চোর! পড়ে অবাক লাগলেও এই ঘটনা সত্যি। আর পাকিস্তানে ভাইরাল হওয়া এই ভিডিও দেখার পরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি প্রশ্ন, ‘চোর বলে কি মন নেই?’
ঘটনাটি ঠিক কী?
করাচির রাস্তায় একটি খাবার সরবরাহকারী সংস্থার এক কর্মীর থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়েও তা ফিরিয়ে দিল চোরেরা! ঘটনাটি যে সত্যি তা জানিয়েছে করাচি পুলিশ।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি বাড়িতে খাবার দিয়ে নিজের বাইকের সামনে দাঁড়িয়েছিলেন ওই তরুণ। এমন সময় তাঁর গা ঘেঁষে আর একটি বাইক এসে দাঁড়ায়। দুই আরোহীর পিছনের জন নেমে এসে কেড়ে নেয় টাকা ও সঙ্গে থাকা কিছু জিনিস। সামনের জন নজর রাখছিল চারপাশে। কষ্টের এ ভাবে লুট হয়ে যেতে দেখে কাঁদতে শুরু করেন ওই তরুণ। এর পরেই মন বদলায় চোরেরা। তারা টাকা ফিরিয়ে দিয়ে তরুণের পিঠ চাপড়ে দেয়। তাকে জড়িয়ে ধরে আদরও করে। যাওয়ার আগে দু’জনেই হাত মেলায় তরুণের সঙ্গে। পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখে দু’জনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।