“আমরা দুজনেই ভুল ছিলাম মা”, সুশান্তের লেখা চিঠি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

0
1

খুব অল্প বয়সে মাকে হারিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সেই স্মৃতি তাড়িয়ে বেড়াত। বিভিন্ন অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়াতে বারবার মায়ের কথা তুলে ধরেছেন প্রয়াত অভিনেতা। ২০০২ সালে যখন তাঁর মায়ের মৃত্যু হয় সেই সময় দিল্লিতে পড়াশোনা করছেন তিনি। শেষবারের মতো দেখতে পাননি মাকে।

২০১৬ সালে ২৭ আগস্ট মাকে উদ্দেশ করে একটি চিঠি লিখেছিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছিলেন সেই ছবি। সেই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়। যেখানে লেখা আছে, ” যতক্ষণ তুমি ছিলে,ততক্ষণ আমি ছিলাম। এখন শুধুই তোমার স্মৃতি জড়িয়ে বেঁচে রয়েছি। ঠিক যেন একটা ছায়াশরীর। সব সময় মিটমিট করে জ্বলছে। সময় এখানে এগোয় না। তুমি আমাকে কথা দিয়েছিলে যে আজীবন আমার সঙ্গে থাকবে। আর আমি তোমাকে বলেছিলাম আমিও সবসময় হাসতে থাকবে। তোমার মনে আছে? কিন্তু আমার মনে হয় আমরা দুজনেই ভুল ছিলাম মা।”

প্রসঙ্গত, শেষবারের মতো ছেলেকে দেখতে চেয়েছিলেন মা। কিন্তু মায়ের সেই আবদার রাখতে পারেননি সুশান্ত সিং রাজপুত। প্রায় সে কথা তাঁর মুখে বলতে শোনা গিয়েছে। সেই আক্ষেপ আজীবন তাড়া করে বেরিয়েছে প্রয়াত অভিনেতাকে।