গঙ্গায় অস্থি ভাসিয়ে সুশান্তকে চিরবিদায় পরিবারের

0
1

হঠাৎই কাউকে না বলে চলে গেল পরিবারের কনিষ্ঠ সদস্য। সেই সত্যি বিশ্বাস করতে পারছে না অভিনেতার পরিবার। বৃহস্পতিবার দুপুরে গঙ্গায় ছেলের অস্থি ভাসালেন শোকস্তব্ধ বাবা কেকে সিং। সঙ্গে ছিলেন দুই দিদি-মিতু এবং শ্বেতা।

মার্কিন যুক্তরাষ্ট থেকে বুধবারই পাটনায় পৌঁছেছেন দিদি শ্বেতা সিং কৃতি। ওইদিনই ছেলের অস্থি কলস নিয়ে মুম্বই থেকে পাটনা ফেরেন কেকে সিং। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শ্বেতা লেখেন, “আজ ভাইয়ের অস্থি বিসর্জন। আপনাদের মনে ওঁকে নিয়ে যে স্মৃতি এবং নিঃস্বার্থ ভালোবাসা আছে তা নিয়ে ওঁকে বিদায় জানান।”

এদিনই, সুশান্ত সিং রাজপুতের জন্য একটি স্মরণসভায় আয়োজন করেছেন প্রযোজক একতা কাপুর। জানা গিয়েছে, সুশান্তের পরিচিত ও বন্ধুদের এই স্মরণসভায় হাজির থাকবেন। এদিকে বলিউড অভিনেতার আত্মহত্যার ঘটনায় বিহারের মুজফফরপুরে সিজিএম আদালতে একতা কাপুর সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা। এই ঘটনায় ‘ স্তম্ভিত ‘ একতা কাপুর।