কাছের তিনজনের আত্মহত্যার পর সুশান্ত! কোন যোগসূত্র?

0
1

কেন ৩৪ বছর বয়সে আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেতা? সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে পুলিশ। এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কয়েক দিন আগেই তাঁর খুব কাছের তিন জন মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।

১৫ মে সুশান্তের বন্ধু মনমীত গ্রেওয়াল আত্মহত্যা করেন। ২৬ মে টেলি অভিনেত্রী প্রেক্ষা মেহতাও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মধ্যপ্রদেশে। ৮ জুন ১৪ তলার উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। এই ঘটনার ৬ দিন পর ১৪ জুন সকালে নিজেকে শেষ করে দেন সুশান্ত সিং রাজপুত।

পুলিশ সূত্রে খবর, পৃথক কারণে আত্মহত্যা করেন প্রত্যেকে।
লকডাউনের জেরে কাজ পাচ্ছিলেন না মনমীত। দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। কেরিয়ারের নিয়ে চিন্তা এবং একাকিত্বের জেরে আত্মহত্যার পথ বেছে প্ৰেক্ষা। কর্মক্ষেত্রে নানারকম সমস্যায় ভুগছিলেন দিশা।