পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের  

0
1

চলতি বছর পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রায় স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। নভেল করোনাভাইরাস সংক্রমণের জেরে এই সিদ্ধান্ত শীর্ষ আদালতের।

বৃহস্পতিবার এক জনস্বার্থ মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, দেশজুড়ে মহামারির পরিস্থিতি জারি আছে। এই অবস্থায় রথযাত্রাকে কেন্দ্র করে জনসমাগমে অনুমতি দেওয়া সম্ভব নয়। জনস্বাস্থ্য ও নাগরিক নিরাপত্তার স্বার্থে এ বছর ওড়িশায় রথ যাত্রার অনুমতি দেওয়া যাবে না বলে সাফ জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। জানা গিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে মন্দিরের ভেতরেই হবে আচার-অনুষ্ঠান।

প্রসঙ্গত, প্রতিবছর রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে বিপুল জনসমাগম হয়। ১০-১২ দিন ধরে চলে অনুষ্ঠান। চলতি বছর রথযাত্রা ২৩ জুন। এর আগে রাজ্য সরকারের কাছ কর্তৃপক্ষ আবেদন করেছিল ৩টি হাতি দিয়ে রথ টানার ব্যবস্থা করা হোক। কিন্তু মহামারির পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ শীর্ষ আদালত।ওড়িশার বালেশ্বর জেলার ১২টি, ময়ূরভঞ্জ জেলার ৬টি, সম্বলপুর জেলার ৫টি এবং কন্ধমল, বোলাঙ্গির ও গজপতি জেলার মন্দির গুলিতে রথযাত্রা পালনের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।