বেনজিরভাবে দু’দিন বন্ধ জিপিও, কেন জানেন কি?

0
1

বেনজিরভাবে বন্ধ করা হলো জিপিও বা কলকাতা জেনারেল পোস্ট অফিস। আজ অর্থাৎ বৃহস্পতিবার ও কাল শুক্রবার জিপিওতে কোনও কাজ হবে না। তার মূল কারণ হলো, জিপিওর এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। বারাসাতের ওই কর্মীর দিন চারেক আগে সংক্রমণের নানা প্রতিক্রিয়া দেখা যায় পরীক্ষার পর পজিটিভ হয় তারপরেই জিপিও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, দুদিন ধরে জিপিওর স্যানিটাইজেশন হবে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় স্যানিটাইজেশন, চলবে আগামিকালও।