জবাব শুরু নয়া দিল্লির, রেল বাতিল করল চিনের বরাত, BSNL ও MTNL-ও সেই পথে!

0
1

চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করলো এবার কেন্দ্রীয় সরকার। চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়া হলো। ৪১৭ কোটি টাকার এই চুক্তি রেল দফতরের পক্ষ থেকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কী ছিল এই প্রকল্প? কানপুর ও দীনদয়াল উপাধ্যায়ের মাঝে রেলের সিগন্যাল ও টেলিকমিউনিকেশনের কাজ বাতিল করে দেওয়া হলো। জানা গিয়েছে গ্লোবাল টেন্ডার এর মাধ্যমেই এই বরাত পেয়েছিল চিন। রেল বোর্ডে থাকা বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে কাজ শেষ করতে সামান্য দেরি হতে পারে। কিন্তু কোনওরকম অসুবিধা হবে না। ভারতীয় রেলের চিনা যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যত সব স্তরেই মেনে নেওয়া হয়েছে। পাশাপাশি বিএসএনএল এবং এমটিএনএল-এর-এর 4G রূপান্তরের জন্য চিনকে বরাত দেওয়া ছিল। সেই বরাত বাতিল করতে চলেছে টেলিকম দফতর। চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপই যে নেওয়া হবে, তা বুঝিয়ে দিল নয়াদিল্লির সরকার।