সিপিআইএমের মুখপত্র ‘গণশক্তি’ কড়া বিতর্কের মুখে পড়েছে। অভিযোগ, তাদের প্রতিবেদনে ভারতীয় সেনার সমালোচনা করে সংঘাতের দায় ভারতের উপর চাপানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পত্রিকার একটি অংশ তুলে ধরে ব্যাপক নিন্দে চলছে। তবে এবিষয়ে গণশক্তি বা পার্টির তরফে এখনও কিছু বলা হয়নি। এটি সত্যিই প্রকাশিত হয়েছিল কিনা, হয়ে থাকলে কেন হয়েছিল, তা নিয়ে তর্ক বেধেছে।































































































































