শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত আরও ৪৩৫ জন, মৃত্যু বেড়ে ৫১৮

0
1

গোটা দেশের মতোই এ রাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। বাংলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৫ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১২,৭৩৫। এই ২৪ ঘন্টায় রাজ্যে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ১১ জন করোনা রোগীর। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১৮। আজ, বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৫,২১৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬৮ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ৭,০০১।