চিনা অ্যাপ ব্যবহার নিয়ে কেন্দ্রকে সতর্ক করল একাধিক গোয়েন্দা সংস্থা। দেশের সিংহভাগ মানুষের মোবাইল ফোনে রয়েছে চিনা অ্যাপ। এরকম ৫২টি চিনা অ্যাপ নিয়ে সর্তকতা জারি করেছে গোয়েন্দা সংস্থাগুলি।
সংশ্লিষ্ট সংস্থাগুলি জানিয়েছে, ৫২ চিনা অ্যাপ ব্যবহার বন্ধ করা হোক। এই অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করুক কেন্দ্র। গোয়েন্দা সংস্থাগুলির মতে, ওইসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে চলে যাচ্ছে। যা দেশের পক্ষে ক্ষতিকারক। কেন্দ্রকে সংশ্লিষ্ট অ্যাপগুলির একটি তালিকা পাঠিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি। এর মধ্যে রয়েছে টিকটক, জুম, ইউসি ব্রাউজার, ইউসি নিউজ, এক্সজেন্ডার, হ্যালো, বিউটি প্লাস, ইউ ক্যাম মেকআপ, ভাইরাস ক্লিনার, শেয়ারইট, ক্লিন মাস্টারের মতো প্রচলিত অ্যাপ।
ন্যাশনাল সিকিউরিটি সেক্রেটারিয়েটও মনে করছে সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহার দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। তবে জুম ব্যবহার নিয়ে আপত্তি জানায়নি ভারত। এমার্জেন্সি কলের জন্য জুম নিষিদ্ধ করেছে জার্মানি। তাইওয়ানও জুম ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।
































































































































