৪ মন্ত্রী ইস্তফা দিলেন, ৩ বিধায়ক বিজেপি ছাড়লেন, ২ বিধায়ক সমর্থন তুললেন৷ ফলে মণিপুরের বিজেপি সরকার ঘোর সংকটে৷ সামাল দিতে না পারলে দেশের আর একটি রাজ্যে গুটিয়ে যাবে পদ্ম-পতাকা৷
সূত্রের খবর, বিজেপি সরকারের শরিক National People’s Party বা NPP-র ৪ মন্ত্রী,
উপ-মুখ্যমন্ত্রী ওয়াই জয়কুমার সিং, স্বাস্থ্যমন্ত্রী এল জয়ন্ত কুমার সিং, আদিবাসী উন্নয়নমন্ত্রী এন
কেয়সি এবং আরও এক মন্ত্রী, লেটপাও হাওকিপ মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন৷

ওদিকে, ৩ বিজেপি বিধায়ক তাঁদের ইস্তফাপত্র পেশ করে যোগ দিয়েছেন কংগ্রেসে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে বুধবার বিজেপির ওই ৩ বিধায়ক স্যামুয়েল জেন্ডাই, টিটি হাওকিপ ও সুভাষচন্দ্র কংগ্রেসে যোগ দেন বলে জানা গিয়েছে।

এখানেই শেষ নয়, আরও দুই বিধায়ক, তৃণমূল প্রার্থী হিসেবে জিতে বিজেপিকে সমর্থন করা বিধায়ক এল রবীন্দ্র সিং এবং নির্দল বিধায়ক আশাবুদ্দিন মণিপুরের বিজেপি সরকার থেকে তাদের সমর্থন তুলে নেওয়ার কথাও এদিনই জানিয়েছেন৷ একইসঙ্গে ৯ বিধায়ক বিজেপি নেতৃত্বাধীন বিরেন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে কংগ্রেসকে সমর্থন করার ঘোষণায় মণিপুরে খাদের কিনারায় পৌঁছে গিয়েছে গেরুয়া সরকার৷
ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ববি জানিয়েছেন, কংগ্রেসের ২৭ বিধায়ক ছাড়াও সরকার গড়ার জন্য বাড়তি ৬ বিধায়কের সমর্থন তাঁদের দিকেই রয়েছে। মণিপুর বিধানসভায় বিজেপির ২৬ জন বিধায়ক ছিলেন। ৩ জন ইস্তফা দেওয়ায় এখন বিজেপির বিধায়কের সংখ্যা ২৩ ৷ ৬০ আসনের বিধানসভায় ইতিমধ্যেই এক বিধায়কের সদস্য পদ খারিজ হয়েছে৷
































































































































