অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তোলপাড় বলিউড সহ গোটা দেশ। বলিউডের নেপোটিজমকে কাঠগড়ায় তুলছেন অনেকেই। অবসাদে ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি এমনটাই বক্তব্য তাঁর প্রিয়জনদের। গত ছ’মাস ধরে হাতে কাজ ছিল না বলিউড অভিনেতার। তাঁর মৃত্যু নিয়ে উঠে আসছে একের পর এক তথ্য। এমন সময় সামনে এলো আরেক ছবি। কাজ না থাকায় ট্যাক্সি চালাচ্ছেন অভিনেতা।
বলিউডের ময়দানে লড়াইয়ে সামিল হয়েছেন অভিনেতা কমল রেক্সওয়াল। থিয়েটারের জগতে বেশ জনপ্রিয় কমল।মুক্তি পেয়েছে তাঁর ‘ইয়ে শালি আশিকি ‘ নামে একটি ছবিও।করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে ট্যাক্সি চালাচ্ছেন তিনি। দিল্লির রাস্তায় ক্যাব চালাতে দেখা যাচ্ছে অভিনেতা কমলকে। অভিনেতা কমল জানিয়েছেন, ” লকডাউনের জন্য শুটিং বন্ধ। বেঁচে থাকার জন্য রোজগার তো করতে হবে। তাই বাধ্য হয়ে ট্যাক্সি চালাচ্ছি।”