কলকাতা পোর্ট ট্রাস্টের নামবদলের প্রতিবাদে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় কেন্দ্রের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলাটি করেছেন৷ হলফনামায় তিনি বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার দেশের বিভিন্ন জায়গা, স্টেশন, রোড ইত্যাদির নাম পরিবর্তন করে চলেছে। দেশজুড়ে বিভিন্ন শহরের নামও বদল করা হচ্ছে। উত্তর প্রদেশে বিজেপি সরকার এলাহাবাদের নাম বদলে ‘প্রয়াগরাজ’ ও ফৈজাবাদকে বদলে ‘অযোধ্যা’ করার ঘোষণা করেছে। ইতিহাসের চাকা উল্টোদিকে ঘোরাচ্ছে কেন্দ্র। এবার কলকাতা বন্দরেও গেরুয়া রাজনীতির ছাপ দিয়েছেন প্রধানমন্ত্রী।
কলকাতা পোর্ট ট্রাস্টের নামবদলের কেন্দ্রীয় বিজ্ঞপ্তি খারিজের আর্জি জানিয়ে ফরওয়ার্ড ব্লকের দাবি, ইতিমধ্যে কলকাতা বন্দরের দু’টি অংশের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রয়েছে। নেতাজি দীর্ঘদিন কলকাতার মেয়র ছিলেন৷ পাশাপাশি তাঁর স্বাধীনতা সংগ্রাম শুরু এখান থেকেই৷ ব্রিটিশদের হাতে প্রথম গ্রেফতার হয়েছিলেন কলকাতাতেই। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বাংলার মানুষের একটা আবেগ জড়িয়ে আছে৷ নেতাজির নামে পোর্ট ট্রাস্টের নামকরণ না করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কেন করা হবে ?





























































































































