বেসরকারি স্কুলগুলিকে অতিরিক্ত ফি না নেওয়ার আবেদন শিক্ষামন্ত্রীর

0
1
ফাইল চিত্র

করোনা আবহের মধ্যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশ তথা রাজ্যজুড়ে। দীর্ঘ লকডাউনে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন। প্রচুর মানুষ বেতন পাচ্ছেন না। অনেকে আবার বেতন পেলেও তা আগের তুলনায় কম। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শহরের বেসরকারি স্কুলগুলির লাগাম ছাড়া ফি বৃদ্ধি বা অতিরিক্ত ফি নিয়ে সরব হয়েছেন পড়ুয়াদের অভিভাবকরা। প্রতিদিনই বিভিন্ন বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ-প্রতিবাদ দেখাচ্ছেন অভিভাবকরা। রাজ্য সরকারের কাছেও বিষয়টি দেখার অনুরোধ জানাচ্ছেন তাঁরা। সরব হয়েছে বিরোধীরাও। কিন্তু ফি নিয়ে নিজেদের অবস্থানে এখনও অনড় বেসরকারি স্কুল কর্তৃপক্ষ।

এই জায়গা থেকে ফের একবার বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়ানো এবং অপ্রয়োজনীয় ফি না নেওয়ার আবেদন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি ফের একবার স্কুলগুলিকে আবেদন করে বলেন, আইনের মধ্যে থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, তা করা হয়েছে। এই স্কুলগুলি সর্বভারতীয় বোর্ডের অধীনে। তাই রাজ্য সরকারের পক্ষে এ ব্যাপারে সরাসরি কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, “‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন। আমিও বারবার বলেছি। এমনকী, শিক্ষা দফতরের পক্ষ থেকেও এ নিয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে। বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে আইনের মধ্যে থেকে যেটুকু করা সম্ভব, করা হয়েছে।”