লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষে হয়েছে । ভারতের ২০ জওয়ান শহীদ হয়েছেন । এই পরিস্থিতিতে যদি যুদ্ধের সম্ভবনা তৈরি হয় তাহলে ভারত এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? কী বলছেন বিশেষজ্ঞরা?
এই প্রসঙ্গে মেজর জেনারেল কে কে গঙ্গোপাধ্যায় বলেন, “১৯৬২ সালের তুলনায় ২০২০-তে ভারত অনেক শক্তিশালী। প্রতিরক্ষামন্ত্রী বলে দিয়েছেন। ভারত যদিও যুদ্ধ চায় না। তবে যদি যুদ্ধ হয়, ভারত সর্বশক্তি দিয়ে লড়াই করবে।”
কোন কোন দেশকে ভারত পাশে পাবে?
এই প্রশ্নের উত্তরে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমনকল্যাণ লাহিড়ী বলেন, “ভারত আমেরিকাকে পাশে পাবে। কিন্তু ভারতকে একাই লড়তে হবে। আমরা আগেও দেখেছি তেমনভাবে কেউ পাশে থাকে না। আমাদের নিরাপত্তা আমাদেরই লড়াই নিতে হবে। আমরা হারি,জিতি সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে । এটা আমরা কারও জমি দখলের লড়াই করছি না। আমরা ভাষার জন্য লড়াই করেছি। জীবনের জন্য লড়াই করেছি। এটা আত্মরক্ষার লড়াই এটাও লড়তে হবে।”