বাংলার শহিদ জওয়ানকে ‘স্যালুট’ রাজ্যপালের

0
1

লাদাখে চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে শহিদ বাংলার জওয়ানকে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, লাদাখে চিনা সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ সমরে বীরভূমের বাজারের রাজেশ ওরাওঁ-এর দেশের জন্য আত্মবলিদানকে স্যালুট। পাশাপাশি, রাজেশ ওরাওঁ-এর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। দেশ তাঁদের পরিবারের পাশে আছে বলে আশ্বাস দেন রাজ্যপাল।