লাদাখ সীমায় ভারত ও চিন বিবাদের জেরে ব্যবসায়িক সংগঠন – The Confederation of All India Traders দেশে চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে । এবার সেই পথে প্রথম হাঁটতে চলেছে শিলিগুড়ির হংকং মার্কেট। চিনের বিরুদ্ধে প্রথম সদর্থক পদক্ষেপ শুরু হল শিলিগুড়ির হংকং মার্কেট থেকে ।
শুধুমাত্র চিনা দ্রব্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত নয়, এরই সঙ্গে হংকং মার্কেটের নামও বদলে ফেলা হবে। বুধবার একথা জানিয়েছেন হংকং মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তপন সাহা। তিনি বলেন, আমরা প্রথমে মার্কেটের নাম বদল করব, যা জিনিস মজুত আছে সেগুলো বিক্রি করে দেব। সরকারকে বলব চিনের জিনিসের ওপর বেশি পরিমান ট্যাক্স বসাতে।তাহলেই চিনের জিনিস এই মার্কেটে ঢুকবে না, আমাদেরও চিনা দ্রব্য বিক্রি করতে হবে না। তাদের সাফ কথা, চিন ভারতের সঙ্গে যে আচরণ করেছে তাতে আমরা আর চিনের জিনিস বিক্রি করব না।
শুধুমাত্র নাম বদল নয়, চিনা দ্রব্য যাতে এদেশে আমদানি করা বন্ধ করা যায় সে বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে আবেদন করব।
চিনকে কড়া জবাব দিতে তৈরি ব্যবসায়িক সংগঠন । তাদের সাফ কথা, চিনকে এর খেসারত দিতে হবে ৷
সংস্থার দাবি, চিন যখনই সুযোগ পাচ্ছে তখনই নিজের রূপ দেখায়, এটা ভারতের জন্য একেবারেই সঠিক নয় ৷ দেশের কথা মাথায় রেখেই ভারত থেকে চিনা সামগ্রী হটাও অভিযানে নামছে তারা ৷
Home গুরুত্বপূর্ণ শিলিগুড়ির হংকং মার্কেটের নাম বদলের সিদ্ধান্ত , চিনা দ্রব্য বিক্রি বয়কট ব্যবসায়ীদের
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































