সাতসকালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-এর বাড়ির কাছে একটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পাম এভিনিউ এলাকায়। জানা গিয়েছে, ওই ব্যক্তি পুরসভার সাফাইকর্মী। নাম লালচাঁদ হেলা। বয়স ৩৫ বছর।
খবর পেয়ে ঘটনাস্থলে যায়, কড়েয়া থানার পুলিশ। ঠিক কারণে মৃত্যু খুঁটিয়ে দেখছে পুলিশ। গতকাল রাত থেকে এই পাম এভিনিউ এলাকায় তাঁকে পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।