আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে স্বামী নারায়ণ মন্দির

0
1

কোভিডের পাশাপাশি এবার আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল কলকাতার স্বামী নারায়ণ মন্দির। জোকার এই মন্দিরের সদস্য কুণাল রায়ের নেতৃত্বে আমফান-বিধ্বস্ত দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের ভাসা, খড়িবেড়িয়া, কাজিরহাট, বাগি, সামালি-সহ ৪৫টি গ্রামের দুর্গত মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া হয়। প্রায় ৬০০ পরিবারের হাতে ত্রিপল ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর আমফান ত্রাণ তহবিলেও পাঁচলক্ষ টাকা দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। কুণাল রায় বলেন, “মহন্ত স্বামী মহারাজের উদ্যোগে এই ত্রাণ বিতরণ হয়েছে।”

দুর্গতরা জানিয়েছেন, আমফানে মাথার ছাদ উড়ে যাওয়ার পর বর্ষার সময় এই ত্রাণ তাঁদের সাহায্য করবে।
শুধু এ রাজ্যের আমফান নয়, করোনা আবহে সারাদেশে ছয় লক্ষ সাত হাজারের বেশি মানুষকে খাবার দেওয়ার পাশাপাশি প্রায় ষাট লক্ষ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে জোকার স্বামী নারায়ণ মন্দির কতৃর্পক্ষ। সংস্থার পক্ষ থেকে ৩০ হাজার মাস্কও বিতরণ করা হয়েছে।