আত্মহত্যা নয়। খুন করা হয়েছে। বলিউডের একাংশ থেকে তাঁর পরিজনরা দাবি তুলেছেন। এবার বিহারের আদালতে সলমন খান, করণ জোহর, সঞ্জয়লীলা বনসালি, একতা কাপুর, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
বিহারের মুজাফরপুরে আইনজীবী সুধীর কুমার ওঝা ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করেন৷ ৩ জুলাই হবে মামলার শুনানি৷ সুধীর কুমার ওঝা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “সুশান্ত সিং রাজপুতকে প্রায় ৭টি ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল৷ বেশ কিছু ছবির মুক্তিও আটকে দেওয়া হয়। এই কারণে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।”






























































































































