সুশান্তের মৃত্যু: তোপের মুখে সলমন খান, পুড়ল কুশপুতুল

0
1

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে নেপোটিজমকে দায়ী করছেন তাঁর অনুরাগীরা। পাটনার মানুষ তাঁদের ছেলের অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না। সালমন খানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। একযোগে নেপোটিজমকে কাঠগড়ায় তুলছেন নেটিজেনদের একাংশ। সোমবার পাটনায় সলমন খানের কুশপুতুল পোড়ানো হয়।

তরুণ প্রাণোচ্ছল অভিনেতার মৃত্যুর পর টুইট করেছিলেন সালমন খান। সেখানেও সুশান্তের অনুরাগীরা বলিউডের ভাইজানকে তোপ দাগেন। ওই ব্যক্তি লেখেন, “বিবেক ওবেরয়, ঐশ্বর্য রাই বচ্চন, অরিজিৎ সিং এর কেরিয়ার নষ্ট করার জন্য আপনি দায়ী। এমনকী সুশান্তকে প্রোডাকশন হাউজ না নেওয়ার জন্য নেপথ্যে আপনি আছেন।”

স্পষ্টতই, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মেনে নিতে পারছেন না অনেকে। তাঁর মৃত্যুর পর নানা দিক উঠে এসেছে। গত ছয় মাস ধরে অবসাদে ভুগছিলেন অভিনেতা। তবে অবসাদের স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। এক্ষেত্রে কেরিয়ার এবং তাঁর প্রেমকে দায়ী করছেন একাংশ।