সৌজন্যের নজির! করোনা পজিটিভ অশোক ভট্টাচার্যকে ফোন ফিরহাদের

0
1

নিমোনিয়া সন্দেহে শিলিগুড়ি পুরনিগমের মুখ্য প্রশাসক তথা বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য বর্তমানে হাসপাতালে ভর্তি। আজ, বুধবার তাঁর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। যা নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল।

এদিন শিলিগুড়ির মুখ্য প্রশাসক তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

জানা গিয়েছে, আজ বুধবার সন্ধ্যায় পুরভবন থেকে ফিরহাদ হাকিম শিলিগুড়ির হাসপাতালে ভর্তি অশোক ভট্টাচার্যকে ফোন করেন। তাঁর শারীরিক বিষয়ে জিজ্ঞাসা করেন মন্ত্রী। অশোকবাবু তাঁকে যাবতীয় তথ্য দেন।

এমন রাজনৈতিক সৌজন্যবোধ রাজ্য রাজনীতিতে একটা দৃষ্টান্তস্থাপন করলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।