ফি বৃদ্ধির অভিযোগে কামারহাটির দ্য আরিয়ানস স্কুলের সামনে বুধবার বিক্ষোভ দেখান অভিভাবকরা। বৈঠকে ফি বৃদ্ধি না করার সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষ নিলেও, পরে তা প্রত্যাহার করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ।
অবিভাবকদের বক্তব্য, লকডাউনের মধ্যেই বৈঠক ডাকে স্কুল কর্তৃপক্ষ। ওই বৈঠকে স্কুলের ফি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়, এই মুহূর্তে ভর্তি প্রক্রিয়া হবে না। অভিযোগ, তা সত্ত্বেও অনলাইনে ভর্তি চলছিল। অধিক ফি দেওয়ার জন্য স্কুল থেকে অবিভাবকের কাছে ফোনও করা হয়। এদিন স্কুলের গেটে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এমনকী বিক্ষোভের জেরে স্কুল কর্তৃপক্ষের হুমকির মুখে পড়তে হয় বলে জানিয়েছেন অভিভাবকদের একাংশ। তবে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।