লাদাখে ভারত চিন সীমান্তে উত্তেজনা। বহু সেনার মৃত্যু। ভারত-চিন যুদ্ধের সম্ভাবনা কী ক্রমশই বাড়ছে? কার্যত সেই সম্ভাবনাকে উসকে দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯ জুন বিকেল পাঁচটায় সর্বদল বৈঠক ডাকলেন। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর অফিস থেকে একটি ট্যুইট বার্তায় জানানো হয়েছে, ওইদিন দেশের সবকটি রাজনৈতিক দলের সভাপতিদের সঙ্গে ভিডিও বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী।
বুধবার সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিন সেনাবাহিনীর প্রধানকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী। এমনকী মঙ্গলবার গভীর রাতেও অজিত ডোভাল এবং রাজনাথ সিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী। ফলে সীমান্তের সমস্যা যে ক্রমশই বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।






























































































































