নেপোটিজম নিয়ে সোচ্চার হয়েছে নেটিজেনরা। মুখ খুলতে শুরু করেছেন বলিউডের পরিচিত মুখরাও। সুশান্ত সিং রাজপুতের অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর পরিবার, বন্ধু থেকে বলিউডের একাংশ। তাই স্বজনপোষণের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। সেই তালিকায় রয়েছেন অভিনেতা প্রকাশ রাজ।
তিনি বলেন, স্বজনপোষণের মধ্যে দিয়ে তাঁকেও যেতে হয়েছে। কিন্তু সেই লড়াইয়ে টিকে গিয়েছেন তিনি। ওই ক্ষতগুলো এখনও গভীর। টুইটারে তিনি লিখেছেন, “স্বজনপোষণ সত্ত্বেও আমি টিকে গিয়েছি, ওই বাচ্চাটা আর পারল না।” এখানে বাচ্চা বলতে সুশান্ত সিং রাজপুত কে বুঝিয়েছেন অভিনেতা। তাঁর প্রশ্ন, ” আমরা কী শিখব? এর বিরুদ্ধে রুখে দাঁড়াব না? আর যেন কোনও স্বপ্নের মৃত্যু না হয় তার জন্য উঠে দাঁড়াব না?”