বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে যখন ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেইসময় নবান্নে আধিকারিকদের সঙ্গে বসে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হলে তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, “ওখানে বড় বড় ব্যাপার প্রয়োজন মনে করেনি তাই ডাকেনি। ওখানে সময় ব্যয় করার থেকে এখানে করোনা নিয়েই আমরা গঠনমূলক কাজ করেছি”। তৃণমূলস্তর পর্যন্ত রাজ্যের সব মানুষের উন্নয়নের বিষয়ে বুধবার নবান্নের বৈঠক করা হয় বলে জানান মমতা। তীর্যক সুরে তিনি বলেন, “দিল্লি বড় বড় বিষয় নিয়ে বৈঠক করছে, আর এখানে সাধারণ মানুষের চিকিৎসার জন্য বৈঠক করা হল”। এরপরেই মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, দিল্লির বৈঠকে মনে করেনি তাই ডাকেনি। তবে এমন একদিন আসবে যেদিন বাংলা সবাইকে ডাকবে।
বলার সুযোগ না থাকায় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বলতে না দিয়ে বাংলার মানুষকে অপমান করেছে মোদি সরকার। মুখ্যমন্ত্রীরা যদি নিজেদের মতামত ব্যক্ত না করতে পারেন, তাহলে সেই বৈঠক নিতান্তই প্রহসন বলে মন্তব্য করেছিলেন পার্থ। এদিন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, বৈঠকে চুপ করে বসে থাকার থেকে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে গঠনমূলক কাজের উপরেই জোর দিতে চান তিনি।





























































































































