ফের জীবন বাঁচালো কলকাতা পুলিশ। এক ব্যক্তিকে আত্মহত্যার হাত থেকে বাঁচালো রিজেন্ট পার্ক থানার পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তি ফেসবুক পোস্টে এমন কিছু লিখেছিলেন, যেখানে তিনি আত্মহত্যা করতে পারেন বলে সন্দেহ হয় পুলিশের। এবং তাঁদের ধারণাই সঠিক ছিল।
ওই ব্যক্তির ফেসবুক পোস্ট দেখে আত্মহত্যা রুখে দেয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিকে চিকিৎসার পর তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, পেশায় স্ক্রিপ্ট রাইটার ওই ব্যক্তির সঙ্গে তাঁর প্রেমিকার মনোমালিন্য হয়। তার জন্য আত্মঘাতী হবেন বলে ফেসবুকে পোস্ট করেন তিনি। বিষয়টি নজরে আসে কলকাতা পুলিশের সাইবার শাখার।
তৎক্ষণাৎ ঠিকানা বের করে জানানো হয় রিজেন্ট পার্ক থানাকে। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে তাঁর বাড়িতে যায় পুলিশ। তবে ওই ব্যক্তিকে পাওয়া যায়নি। শেষে বড়ুয়াপাড়ার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করা হয় তাঁকে। এসএসকেএমে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
