“রোগী ফিরিয়ে দেবেন না” বেসরকারি হাসপাতালগুলিকে আবেদন মমতার, প্রতি ঘণ্টায় বেড-আপডেট

0
1

“মুমূর্ষু রোগী এলে আগে তাঁর চিকিৎসা করুন, কী সমস্যা হয়েছে সেটা দেখুন, তারপরে করোনা পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ এলে তাঁদের আলাদা চিকিৎসা হবে”- বুধবার নবান্নে এই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রোগী এলে সরকারি হাসপাতালে পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকেও তাঁর চিকিৎসা করতে হবে। হয়তো তাঁর হার্ট, ফুসফুস বা কিডনির সমস্যা রয়েছে। সেই চিকিৎসার পাশাপাশি করো না হলে তার চিকিৎসা করতে হবে।

কোভিড চিকিৎসার বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাজ্যের সরকারি হাসপাতালগুলির পাশাপাশি বেসরকারি কোভিড হাসপাতাল কর্তৃপক্ষকেও ডাকা হয়েছে বলে জানান মমতা।
পাশাপাশি তিনি জানান, হয়রানি এড়াতে প্রত্যেক ঘণ্টায় কোভিড হাসপাতালগুলিতে কটা বেড খালি আছে তার আপডেট জানানো হবে। যাতে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আর হাসপাতালে ছুটতে না হয়।