দেশের মধ্যে করোনা সংক্রমণের নিরিখে উদ্বেগজনক জায়গায় রয়েছে রাজধানী দিল্লি। এবার সেখানে করোনায় আক্রান্ত হলেন খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রই। বুধবারই কোভিড পজিটিভ ধরা পড়েছে আপ নেতা ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের। অথচ একদিন আগেই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি সোমবারই ভর্তি হয়েছেন রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে। তার আগে রবিবার দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সহ একাধিক আমলা।