ভারতে করোনা: মহারাষ্ট্র ও দিল্লির হিসাবে গরমিল একদিনেই মৃত্যুসংখ্যা বাড়াল ২০০৩

0
1

মহারাষ্ট্র ও দিল্লি সরকারের দেওয়া করোনা পরিসংখ্যানে ব্যাপক গরমিল ছিল। দুই রাজ্য সরকার তা শুধরে নিতেই বুধবার দেশে করোনায় মৃত্যুসংখ্যা দাঁড়াল ১১ হাজার ৯০৩।

কেন্দ্রীয় স্বাস্থ‍্যমন্ত্রকের সর্বশেষ হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২০০৩ জনের করোনায় মৃত‍্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৭৪ জন। ফলে বুধবার ভারতে মোট কোভিড আক্রান্ত ৩ লক্ষ ৫৪ হাজার ০৬৫। ঘটনাচক্রে, ২০০৩ টি মৃত্যুসংখ্যার মধ্যে মহারাষ্ট্র ও দিল্লির আগে হিসেব পেশ না করা সংখ্যাও অন্তর্ভুক্ত করা হয়েছে। না হলে প্রকৃতপক্ষে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিমাণ কম।