করোনা আক্রান্ত অশোক ভট্টাচার্য, অবস্থা স্থিতিশীল

0
1

করোনা আক্রান্ত শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। মঙ্গলবার, তাঁকে মাটিগাড়ার এক নার্সিংহোমে ভর্তি করানো হয়।বুকে ব্যাথা নিয়ে ভর্তি হলেও, তাঁর সোয়াব টেস্ট করা হয়। সেই রিপোর্টেই পজিটিভ আসে। অশোক ভট্টাচার্যকে নার্সিংহোমেই চিকিৎসা করা হবে।

হাসপাতাল সূত্রে খবর, এখন তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। খাওয়াদাওয়াও করেছেন বলে জানিয়েছেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার। তবে ইতিমধ্যেই তাঁর করোনা চিকিৎসা শুরু হয়ে গিয়েছে।
এদিকে, পুরকমিশনার জরুরি বৈঠকে বসেছেন। পুরনিগমে এখন আর বাইরের লোক ঢুকতে দেওয়া হচ্ছে না। স্যানিটাইজ করা হয়েছে পুরনিগম। এছাড়া পুরনিগম বন্ধ থাকবে কি না তা নিয়েই বৈঠক চলছে। কারণ, এর আগেও একবার অসুস্থ হন অশোক ভট্টাচার্য, তখন তাঁর করোনা পরীক্ষা হলেও তা নেগেটিভ আসে। এরপর তিনি কাজে যোগ দিন। ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।