শহীদ বাবার স্বপ্নপূরণ করতে পেরে আপ্লুত লেফটেন্যান্ট মনোজ

0
1

বাবা শহীদ হয়েছেন ২৩ বছর পেরিয়েছে । সেই শহীদ বাবার দেখানো পথেই ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট হলেন মনোজ কুমার যাদব। লক্ষ্যে পৌঁছাতে পেরে মা এবং ছেলে দুজনেই গর্বিত।
হিশার জিতপুরা গ্রামের বাসিন্দা মনোজ কুমার যাদব। শনিবার দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে কমিশনার লেফটেন্যান্ট পদে উত্তীর্ণ হয়েছেন । পিতা শহীদ চন্দ্র সিংহের রেজিমেন্টে ৩১৭ ফিল্ড আর্টিলারিতে প্রথম পোস্ট লাভ করেছেন তিনি। মনোজের মা জানিয়েছেন, তার বহু বছরের স্বপ্ন সফল হয়েছে।
খোদ মনোজ জানিয়েছেন, তাঁর সাফল্যের নেপথ্যে আছেন তাঁর মা। সবসময় মা তাকে সাহস যুগিয়েছেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য । স্নাতক হওয়ার পর মনোজ ২০১৩ সালে এনডিএতে নির্বাচিত হন। ২০১৭ সালে বিমানবাহিনী এবং ২০১৮ সালে নৌবাহিনী থেকে নির্বাচিত হয়েছিলেন।
চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে নির্বাচিত হয়ে দেরাদুন আইএমএ-তে যোগদান করেন। বর্তমানে তিনি লেফটেন্যান্ট হিসাবে নিযুক্ত হয়েছেন।