১. একজন ভারতীয়রও মৃত্যু দুঃখজনক
২. বিশ্বের অন্য দেশের তুলনায় আমাদের পরিস্থিতি ভালো
৩. আক্রান্ত ৫০ শতাংশের বেশি মানুষ সুস্থ হয়েছেন
৪. কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরেছেন এদেশে
৫. করোনা ভারতকে ধ্বংস করতে পারিনি
৬. এখন আমাদেরকে সতর্কতা মেনে চলতে হবে
৭. বাইরে বেরোলেই আমাদের মাস্ক ব্যবহার করতে হবে
৮. হাত ধোওয়া, দূরত্ব রক্ষা করতে হবে
৯. নিয়ম না মানলে ঘটনার বিরুদ্ধে লড়াই ব্যর্থ হবে
১০. সরকারি-বেসরকারি অফিস খুলেছে
১১. বাজারও খুলেছে
১২. ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে
১৩. সারের বিক্রি বেড়েছে
১৪. ডিজিটাল লেনদেন বেড়েছে
১৫. খরিফ শস্যের উৎপাদন অনেক বেড়েছে
১৬. দু’চাকার চাহিদার ৭০ শতাংশ বেড়েছে
১৭. ক্ষুদ্র ও কুটির শিল্পে আরও বেশি ঋণের সুবিধা
১৮. দু চাকার গাড়ির উৎপাদন বেড়েছে
১৯. ১০০ কোটির উপর টার্নওভার হলে কুড়ি শতাংশের বেশি ঋণ
২০. পণ্য চলাচলে আরও গতি আনতে হবে, এতে সচল হবে ভারতের অর্থনীতি
২১. কৃষকদের আয় বাড়লে চাহিদা বাড়বে
২২. উত্তর-পূর্বেও স্থানীয় পণ্যের জন্য দরজা খুলেছে






























































































































