মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে না দিয়ে ফের একবার বাংলার মানুষকে অপমান করল কেন্দ্র। মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলার বক্তা স্থান না পাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে টুইট করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, যদি আলোচনার নামে করা ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীরা বলার সুযোগই না তাহলে সেটা নিতান্তই প্রহসন। আগেই কেন্দ্রের তরফে কনফারেন্সে বক্তার যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বাংলার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সবাই। এবার টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল ট্যাগ করে ক্ষোভ উপরে দিলেন পার্থ।
The Centre has once again humiliated the people of Bengal and decided to silence @MamataOfficial. Consultation in the name of video conferences is a mere hogwash if the Chief Ministers aren't allowed to put forth their concerns.https://t.co/vUzymgRuIs
— Partha Chatterjee (@itspcofficial) June 16, 2020