চন্দননগরে কালী মন্দিরে পুজো দিয়ে যে শপথ নিলেন লকেট

0
1

হুগলির চন্দননগরে স্থানীয় এক কালী মন্দিরে পুজো দিয়ে নতুন কর্মসূচিতে নামলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি নিজে শপথ নেন, এবং তারপর এলাকার মানুষকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, ২০২১ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে প্রথমেই তাঁরা গোয়ালপাড়া জুটমিল খোলার ব্যবস্থা করবেন।

অন্যদিকে, অমিত শাহের ভার্চুয়াল মিটিংয়ের পর থেকেই
রাজ্য বিজেপির তরফে প্রত্যেকটা জেলা থেকে শুরু করে ব্লক ও মন্ডল পর্যন্ত নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। নরেন্দ্র মোদি ২.০ সরকারের এক বছরের সাফল্য ও আত্মনির্ভরতা প্রকল্পের কর্মসূচিকে মাথায় রেখে রাজ্যে সমস্ত নেতা-সাংসদ-বিধায়ক-অন্যান্য জনপ্রতিনিধি-রাজ্য সভাপতি ও সাধারণ কর্মীরা এই কর্মসূচি শুরু করেছেন।

তারই অঙ্গ হিসেবে হুগলির সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এদিন চন্দননগরের লিচুতলায় ১৮ নম্বর ওয়ার্ডে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
এলাকার প্রতিটি বাড়িতে সাংসদ ও হুগলি জেলা সভাপতি উপস্থিত হয়ে প্রত্যেককে মাস্ক বিলি করেন ও আত্মনির্ভর হয়ে ওঠার বার্তা দেন।