সীমান্তে ছায়াযুদ্ধ অব্যাহত। চলছে গুলির লড়াই। দেশের নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানদের কখনও লড়তে হচ্ছে পাকিস্তান সেনার সঙ্গে তো আবার কখনও লড়তে হচ্ছে জঙ্গিদের সঙ্গে।
গত কয়েকদিনের সংঘর্ষে ভারতীয় সেনার গুলিতে জঙ্গি নিকেশ হয়েছে, আবার সেনা জওয়ানকেও জীবন বলিদান করতে হয়েছে।
এরই মাঝে জম্মুও কাশ্মীরের সোপিয়ানে ফের বড়সড় সাফল্য পেলো ভারতীয় সেনা। যৌথ বাহিনীর গুলিতে খতম হয়েছে ৩ জঙ্গি। আজ, মঙ্গলবার সকালে নিরাপত্তাবাহিনী ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়ে নিকেশ করা গিয়েছে ওই জঙ্গিদের। তবে ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জঙ্গিদের খোঁজে গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।