ভারত-চীন লাদাখ সীমান্তে সংঘর্ষে শহিদ এক কর্নেল-সহ তিন ভারতীয় সেনা জওয়ান এর প্রতি শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকড়। আজ, মঙ্গলবার রাতে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যপাল।
একইসঙ্গে রাজ্যপাল জানিয়েছেন, গোটা দেশের মানুষ এই শোকের মুহূর্তে একসঙ্গে দাঁড়িয়ে আছে। টুইট করে শহিদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যপাল ধনকড়।