করোনা মোকাবিলায় বন্ধ ছিল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। ইতিমধ্যেই খুলে গিয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির। খুলে গিয়েছে বেলুড় মঠও। আর মন্দির খোলার পরই দক্ষিণেশ্বর যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
রাজভবন সূত্র থেকে জানতে পারা গেছে, আগামীকাল বুধবার বিকেলে দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন রাজ্যপাল। সেখান থেকে যাবেন বেলুড়মঠেও। এই দুই জায়গাতেই বেশ কিছুক্ষণ থাকবেন তিনি। দক্ষিণেশ্বরে পুজো দেবেন রাজ্যপাল। দক্ষিণেশ্বর-বেলুড়মঠ হয়ে রাজভবন ফিরবেন তিনি।