দেওরের মৃত্যুর শোক নিতে পারলেন না, পুর্ণিয়াতে মৃত্যু সুশান্তের বৌদির

0
1

দেওরের আত্মহত্যার শোক সামলাতে পারলেন না সুশান্ত সিং রাজপুতের বৌদি। সোমবার বিকেলে বিহারের পুর্ণিয়াতে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, সুশান্তের জ্ঞাতি ভাইয়ের স্ত্রী সুধা দেবী সুশান্তের মৃত্যুর পর থেকেই খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন। দেওয়ের মৃত্যুর খবরে মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি।

সোমবার বিকেলে সেই সময় মুম্বইয়ে সুশান্তের শেষকৃত্য চলছে। পরিবারের কাছে খবর যায় বিহারে প্রয়াত হয়েছেন সুধা দেবী। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। দেওরের আকস্মিক মৃত্যুতে শারীরিক এবং মানসিক অবস্থার আরও অবনতি ঘটে। শেষমেষ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।