লাদাখ সীমান্ত সমস্যা ইস্যুতে ইন্দো-চিন কমান্ডার পর্যায়ের বৈঠকের মাঝেই দুদেশের বাহিনীর সংঘর্ষে উত্তাপ বেড়েছে কয়েক গুণ। ঘটনার পরই সামরিক বাহিনীর তিন প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এরপর গোটা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রিপোর্ট করেন রাজনাথ। কোনও অবস্থাতেই চিনের অনৈতিক অাগ্রাসনের কাছে নতিস্বীকার না করার বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।