শিয়ালদহ ডিভিসনে লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি শুরু পূর্ব রেলের

0
1

কলকাতাতেও লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি শুরু করল পূর্ব রেল।
যদিও সবার আগে লোকাল ট্রেনে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি চূড়ান্ত করতে হবে পূর্ব রেলকে। কীভাবে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি মেনে লোকাল ট্রেন চালু করা যায় তা নিয়ে হাওড়া ও শিয়ালদহের আধিকারিকদের ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে পূর্ব রেল। তার পর পরিকাঠামো তৈরি করে চালু করা হবে ট্রেন।
এরই মধ্যে সোমবার থেকে মুম্বইয়ে লোকাল ট্রেন চালু করে দিয়েছে পশ্চিম রেল। এর জেরে শিয়ালদহ ডিভিসনে লোকাল ট্রেন চালানোর দাবি আরও জোরদার হয়েছে। নিত্যযাত্রীরা প্রশ্ন তুলেছেন, মুম্বইয়ে সংক্রমণের হার দেশের মধ্যে সর্বোচ্চ। সেখানে যদি লোকাল ট্রেন চলতে পারে তবে কলকাতা কী দোষ করল? এর পরই লোকাল ট্রেন চালাতে উদ্যোগী হয়েছে পূর্ব রেল।
পূর্ব রেল সূত্রের খবর, লোকাল ট্রেন চললেও মানতে হবে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি। স্টেশনে ঢোকার আগে মাপা হবে যাত্রীর শরীরের তাপমাত্রা। টিকিট কাউন্টারেও মানতে হবে দূরত্ব বিধি। তবে সব স্টেশনে কী করে যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে ঢোকানো সম্ভব তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।