করোনা আবহে এই কঠিন সময়ের মধ্যে অন্যায়ভাবে অতিরিক্ত ফি নেওয়ার কলকাতার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়াদের অভিভাবকদের বিক্ষোভ। আজ, মঙ্গলবার রবীন্দ্র নগর থানার অন্তর্গত নেচার পার্ক সংলগ্ন পাহাড়পুর রোডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান।
অভিভাবকদের দাবি, লকডাউন চলাকালীন সময়ে ৩ মাস ধরে কোনও ক্লাস হচ্ছে না। তাই তাঁরা কেবলমাত্র টিউশন ফি ছাড়া এক্সাম ফি, কম্পিউটার ফি, বিদ্যুতের ফি দেবেন না। এগুলো স্কুল কর্তৃপক্ষকে মুকুব করতে হবে। কিন্তু কর্তৃপক্ষ অনড় সম্পূর্ণ ফি নেওয়ার পক্ষে। এদিন অভিভাবকদের একটি অংশ ওই স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। যদিও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকরা কথা বলতে চাইলে কেউ সাড়া দিচ্ছে না। যদি স্কুল ম্যানেজমেন্ট তাঁদের কথা না শোনে, তাহলে আগামীদিনে অভিভাবকরা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানিয়েছেন। প্রয়োজনে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন।